বীভৎস! বালি সরতেই ৪০ লাশ

ভারতের উত্তরপ্রদেশ ও বিহারে রাজ্যে সম্প্রতি দেখা গিয়েছিল এক মর্মান্তিক ছবি। নদীর ধারে ধারে সারি দিয়ে পড়ে লাশ। সেগুলো আবার বালির উপরে গেরুয়া কাপড়ে ঢাকা। বর্ষার মরশুম আসতেই বালি থেকে বেরিয়ে পড়ল ওই সব লাশ। যাদের কারো কারো মুখে আবার লাগানো রয়েছে অক্সিজেন মাস্ক। কোথাও আবার গ্লাভসে ঢাকা হাত।

উত্তরপ্রদেশের ইলাহাবাদে বর্ষায় গঙ্গার পানিস্তর বাড়তেই ভেসে উঠেছে একের পর এক লাশ। গত ২৪ ঘণ্টায় অন্তত ৪০টি লাশ একের পর এক ভেসে উঠতে দেখা গেছে। সংবাদমাধ্যমে সেই ছবি ধরা পড়তেই সেখান থেকে লাশগুলোকে সরানোর চেষ্টা শুরু করে দেয় প্রশাসন। আসলে বালি দিয়ে এত দিন লাশগুলো বেশ ভালোই চাপা পড়েছিল। কিন্তু বর্ষা আসতেই বিপত্তি বাড়ে। বর্ষার পানি বালি সরতেই সেই লাশগুলো দেখা যেতে থাকে। খবর পেয়েই ঘাটে ছুটে যান পৌরপ্রশাসনের কর্মীরা। তড়িঘড়ি লাশগুলোর সৎকার করার ব্যবস্থাও করেন তারা।
সূত্র : পুবের কলম

Share this post

scroll to top