পাকিস্তানের বিপক্ষে শেষ দু’টি টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিবেন বাঁ-হাতি ব্যাটসম্যান ডেভিড মিলার। বিশ্রামের কারণে স্বেচ্ছায় পাকিস্তানের বিপক্ষে শেষ দুই টি-২০ থেকে সরে দাড়ান ডু-প্লেসিস। তাই প্রোটিয়াদের দায়িত্ব পালনের ভার মিলারের কাঁধে।
এ ব্যাপারে দক্ষিণ আফ্রিকার নির্বাচক প্যানেলের আহ্বায়ক লিন্ডা জনডি বলেন, ‘মিলার অনেক অভিজ্ঞ খেলোয়াড়। দীর্ঘদিন ধরেই জাতীয় দলের সাথে আছে। ভবিষ্যতে তাকে নিয়ে অনেক বড় পরিকল্পনা আমাদের রয়েছে। এই দুটি ম্যাচ তার জন্য বড় পরীক্ষা বটে। অধিনায়ক হিসেবে নিজেকে কতটুকু প্রমাণ করতে পারে মিলার, সেটিই এখন দেখার বিষয়।’
পাকিস্তানের সিরিজের প্রথম টি-২০ ৬ রানে জিতে দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গে আজ অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। ৬ ফেব্রুয়ারি সেঞ্চুরিয়ানে হবে সিরিজের তৃতীয় টি-২০।