ময়মনসিংহে কৃষকের ৫ লক্ষ টাকার ফসল গুড়িয়ে দেয়ায় মানববন্ধন

ময়মনসিংহে বিনা নোটিশে কৃষকদের ফসলি জমির ৫ লক্ষ টাকার ফসল গুড়িয়ে দেয়ায় মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার বিকেলে ময়মনসিংহ-গফরগাঁও রোড়ের বয়ড়া পূর্বপাড়া এলাকায় আয়োজিত মানববন্ধনে বিনা নোটিশে কেওয়াটখালী ভূমি অফিসের নায়েব ষড়যন্ত্র করে কৃষকদের ৫ লক্ষাধিক টাকার ফসল গুড়িয়ে দেয়ায় প্রতিবাদ জানানো হয়।

এলাকাবাসীর অভিযোগ, এলাকার অনেকের সাফ-কবলা জমি থাকলেও নায়েব সিরাজুল ইসলাম সিরাজী তাদের জমি খাস বলে চালিয়ে দিচ্ছে। এমনকি যাদের নামে সাফ-কবলা রয়েছে তাদের জমি অন্যজনকে দিয়ে দিচ্ছে। এমনকি প্রায় ১৩ কাঠা জমিতে কৃষকদের আবাদ করা মরিচ, কুমড়া, শসা, পুঁই শাখ, বেগুনসহ আরও নানা ধরণের সবজি বহিরাগতদের নিয়ে গুড়িয়ে দিয়েছেন। এমনকি একজন কৃষকের ৫০০ গাছের চারা নষ্ট করা হয়েছে।  হঠাৎ, এমন কেন করছেন এমন প্রশ্ন করলে ওই কৃষকদের মামলার হুমকিও দেন নায়েব সিরাজুল ইসলাম সিরাজী। এ অবস্থায় সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয়রা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন হারুন অর রশিদ, মিজানুর রহমান, আলমগীর হোসেন, মুখলেচুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

Share this post

scroll to top