ময়মনসিংহে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষির্কী পালিত

ময়মনসিংহে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে নগরীর টাউন হল প্রাঙ্গনে বুধবার সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।

জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. ফরিদ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

প্রতিমন্ত্রী শরীফ আহমেদ তার বক্তব্যে বলেন, বাংলাদেশের স্বাধীনতা এমনিতেই আসেনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ও মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণের মাধ্যমে আমরা লাল সবুজের দেশ সোনার বাংলাদেশ, স্বাধীনরাষ্ট্র ও নিজস্ব পতাকা পেয়েছি। যারা স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করে তারা দেশ ও জাতির শত্রু পাশাপাশি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

এসময় বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মমতাজ উদ্দীন মন্তা, এম এ কুদ্দুস প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়া মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের নেতৃত্বে শীববাড়ি দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে। জেলার অন্যান্য উপজেলাগুলোতেও আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।

Share this post

scroll to top