ময়মনসিংহ মেডিকেলে করোনায় আরও ৪ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন-ময়মনসিংহ সদরের রেনু বেগম (৬০), টাঙ্গাইলের ফজর আলী (৬০), নেত্রকোনার মাসুদা বেগম (৫৫) এবং ওই জেলার ফাতেমা বেগম (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালট্যান্ট ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, মঙ্গলবার (২২ জুন) সকাল ৮টা থেকে বুধবার (২৩ জুন) সকাল পর্যন্ত করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়। করোনায় মৃতদের মধ্যে ফাতেমা করোনা ইউনিটের সাধারণ বেডে ও অপর তিনজন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি আরও বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের সাধারণ বেডে মোট ১৪৯ জন ও আইসিইউতে ১১ জন রোগী চিকিৎসাধীন আছেন।

জেলা সিভিল সার্জন সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৪৫০ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের করোনা শনাক্ত হয়।

Share this post

scroll to top