ময়মনসিংহে অস্ত্র-গুলিসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

ময়মনসিংহে অস্ত্রধারী চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২২ জুন) বিকেলে র‌্যাব-১৪ এ অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. হান্নানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- উপজেলার শম্ভুগঞ্জ এলাকার মৃত শফি উদ্দিনের ছেলে মো. মিজানুর রহমান ওরফে মুরগি মিজান (৪০), আব্দুল সাত্তার মণ্ডলের ছেলে মো. সবুজ মণ্ডল (৩৪), আব্দুর রহিম বক্সের ছেলে মো. শামিম (২১) ও মো. মোতালেব মিয়ার ছেলে মো. হানিফ (১৯)।

jagonews24

এর আগে সোমবার (২১ জুন) সকাল পৌনে ৮টার দিকে শম্ভুগঞ্জের রঘুরামপুর এলাকা থেকে একটি মোটরসাইকেল, একটি পাসপোর্ট, একটি চেকবই, দুই লাখ ৭৬ টাকা, একটি পাইপগান, একটি রিভলবারসদৃশ নকল পিস্তল, দুই রাউন্ড পিস্তলের গুলি, দুই রাউন্ড শর্টগানের গুলি, দুটি মোবাইল, দুটি রামদা, একটি চাপাতি, চারটি চাকু, একটি কুড়াল, একটি করাত, দুটি দা, একটি হাতুড়ি, স্টিলের রডসহ তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করে যে, তারা ঘটনাস্থলে অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ ছাড়া তারা জেলার বিভিন্ন এলাকায় দলে-উপদলে বিভক্ত হয়ে ছিনতাই, ডাকাতি ও আধিপত্য বিস্তারের মাধ্যমে অবৈধ কর্মকাণ্ড করে আসছিল।

Share this post

scroll to top