ঢাকা-চাঁদপুর এবং নারায়ণগঞ্জ-চাঁদপুর নৌ-পথে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
করোনা সংক্রমণরোধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২১ জুন) রাত রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর বিআইডব্লিউটিএর বন্দর কর্মকর্তা মো. কায়সারুল ইসলাম। লকডাউন ঘোষিত সাত জেলায় যাত্রীবাহী লঞ্চ ও রাজধানীর ঢাকার সঙ্গে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার ঘোষণার পর চাঁদপুর নৌ-পথে লঞ্চ চলাচল বন্ধের ঘোষণা এলো।
কায়সারুল ইসলাম বলেন, ঢাকা-চাঁদপুর নৌ-পথে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশনা নেওয়া হয়েছে। ফলে মঙ্গলবার সকাল ৬টা থেকে ঢাকা-চাঁদপুর, নারায়ণগঞ্জ-চাঁদপুর রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তবে চাঁদপুর থেকে হাটুরিয়া, ডামুড্ডা ও নড়িয়াতে লঞ্চ চলাচল করবে। চাঁদপুর থেকে এই রুটে দুটি লঞ্চ চলাচল করবে।
তিনি বলেন, চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে ১৪টি লঞ্চ চলাচল করে। এই রুটে যেসব লঞ্চ চলাচল করতো তা সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। চাঁদপুর-মুন্সীগঞ্জ রুটে একটি বা দুটি লঞ্চ চলাচল করে। এছাড়া ঢাকা-চাঁদপুর রুটের যেসব লঞ্চ ভায়া মুন্সীগঞ্জ হয়ে চলাচল করে সেগুলো আসা-যাওয়ার পথে মুন্সীগঞ্জ থেকে যাত্রী তোলা যাবে না।
এর আগে মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত রাজধানীর ঢাকার সঙ্গে সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। একই সঙ্গে লকডাউন ঘোষিত সাত জেলায় লঞ্চ চলাচল বন্ধের ঘোষণা দেয় বিআইডব্লিউটিএ।