বান্দরবানের রোয়াংছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সন্ত্রাসীদের গুলিতে নও মুসলিম মোহাম্মদ ওমর ফারুক ত্রিপুরা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সাংবাদিক সম্মেলন করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুন) সকালে লামা, বিকেলে আলীকদমে উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ লামা শাখার যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সাংবাদিক সম্মেলন করা হয়।
এ সময় বক্তারা বলেন, রোয়াংছড়িতে জেএসএস সন্ত্রাসীরা বাড়ি থেকে জোরপূর্বক বের করে নতুন মুসলিম হওয়া মোহাম্মদ ওমর ফারুক ত্রিপুরাকে গুলি করে হত্যা করে।
তারা দাবি করেন, শুধুমাত্র মুসলিম হওয়ার কারণেই তাকে হত্যা করা হয়েছে। এ সময় তারা সন্ত্রাসীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভ মিছিলে বান্দরবান পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি কাজী মুজিবুর রহমান, সেক্রেটারি মো. নাছির উদ্দিন, সহ-সভাপতি মো. রুহুল আমিনসহ জেলা ও লামা আলীকদম উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।