ময়মনসিংহে কিশোর গ্যাংয়ের ৪ মূলহোতাকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-১৪।
গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ ময়মনসিংহের একটি আভিযানিক দল ময়মনসিংহ সদরের রঘুরামপুর এলাকা থেকে দস্যুতার প্রস্তুতিকালে মোঃ মিজানুর রহমান @ মুরগী মিজান (৪০), মোঃ সবুজ মন্ডল (৩৪), মোঃ শামিম (২১), মোঃ হানিফ (১৯)কে গ্রেফতার করে।
এসময় একটি দেশীয় পাইপগান, একটি রিভলবার, ২ রাউন্ড পিস্তলের গুলি, ২ রাউন্ড শর্টগানের গুলি – ০২ রাউন্ড, ২টি মোবাইল, নগদ ২,৭৬,০০০/- (দুই লক্ষ ছিয়াত্তর হাজার) টাকা, ২টি রামদা, একটি চা-পাতি, ৪টি চাকু , ১টি কুড়াল, একটি করাত, দুইটি দা, একটি হাতুড়ি, একটি স্টিলেররড , ২টি পেনড্রাইভ, একটি পাসপোর্ট – ০১ টি, একটি চেকবই – ০১ এবং মোটএকটি রসাইকেল উদ্ধার করা হয়। ধৃত আসামীদেরবিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।