ঢাকাTuesday , 22 June 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে করোনার উর্ধ্বগতি শুরু হয়েছে

Link Copied!

ময়মনসিংহে করোনাভাইরাস সংক্রমণের উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত ১০ দিনে সংক্রমণেরহার উর্ধ্বমূখী থাকায় সংকট আরো বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

চলতি মাসের ১১ তারিখ থেকে মময়নসিংহ জেলার করোনা পরিস্থিতিতে দেখা যায়, ময়মনসিংহে করোনা সংক্রমণের হার একেবারেই থামছে না। দিনের পর দিন শনাক্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। একটি পরিসংখ্যানে দেখা যায়, গত ১১ তারিখ জেলায় করোনা শনাক্ত হয়েছিল ১৮জন, ১২ তারিখ ২৪ জন, ১৩ তারিখ ৩১জন, ১৪ তারিখ ৩৬জন, ১৫ তারিখ ২৮জন, ১৬ তারিখ ২৬জন, ১৭তারিখ ৪০জন, ১৮ তারিখ ২৫জন, ১৯ তারিখ ৬৫জন, ২০ তারিখ ৫০ জন ও ২১ তারিখ ৫৯জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে গত ১২ তারিখে ২জনের মৃত্যু হিসেবে দেখালেও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও করোনার উপসর্গে বেশ কিছু রোগীর মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার পর্যন্ত ময়মনসিংহে করোনা শনাক্ত হয়েছে মোট ৭১১১ জনের। মারা গেছেন ৮০ জন ও সুস্থ হয়েছেন ৬৫০৩জন।

এদিকে ময়মনসিংহসহ দেশের প্রায় দুই তৃতীয়াংশ জেলােই করোনা ভাইরাসের উচ্চ সংক্রমণ ঝুঁকিতে রয়েছে বলে জানাচ্ছে স্বাস্থ্য বিভাগ।

দেশে করোনাভাইরাসের ভারতীয় যে নতুন ভ্যারিয়েন্ট সূচনা করেছিল তা নিয়েও শঙ্কা আছে ময়মনসিংহে। কারণ ভারতের সীমান্ত সংলগ্ন জেলা ময়মনসিংহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।