ব্রাহ্মণবাড়িয়ায় ডাস্টবিন থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সোমবার দুপুর ২টার দিকে পৌর এলাকার ট্যাংকের পাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশুটির লাশ ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, জেলা শহরের একজন ট্যাংকের পাড়ের সামনে ডাস্টবিন পরিষ্কার করার সময় পরিচ্ছন্নতাকর্মীরা পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে পুলিশ ২/৩ দিনের ছেলে শিশুর লাশ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ ধারনা করছে, অবৈধ গর্ভপাত করে শিশুটিকে কেউ হয়তো ডাস্টবিনে ফেলে যান। নবজাতক মৃত শিশুটিকে দেখতে উৎসুক জনতা ভিড় করেন।