প্রিমিয়ার লিগ শুরুর আগেই মোহামেডানের ১৭জন করোনাভাইরাসে আক্রান্ত

আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর আগামী শুক্রবার মাঠে ফিরবে প্রিমিয়ার লিগ। কিন্তু তার আগেই করোনাভাইরাসের থাবায় জেরবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের। কোচ, খেলোয়াড় ও বল বয় মিলিয়ে মোট ১৭ জনের শরীরে থাবা বসিয়েছে প্রাণঘাতী এই ভাইরাস।

লিগ ফেরার দিনে সূচি অনুযায়ী চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের মুখোমুখি হওয়ার কথা ছিল মোহামেডানের। কিন্তু এখন তা সম্ভব নয়।

বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনের পর ম্যাচগুলো আয়োজনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে চিঠি দেওয়া হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন দলটির টিম ম্যানেজার আবু হাসান চৌধুরী প্রিন্স।

“কোচ শন লেন, ১২ জন ফুটবলার এবং ৪ জন বল বয় মিলিয়ে মোট ১৭ জন আক্রান্ত হয়েছে। গত ১৯ তারিখে কোভিড-১৯ পরীক্ষা করিয়েছিলাম। গতকাল এবং আজ এই ১৭ জনের পজিটিভ হওয়ার রিপোর্ট পেয়েছি। সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে।”

“এই পরিস্থিতিতে আমাদের পক্ষে ২৫ জুনের ম্যাচ খেলা কোনোভাবেই সম্ভব নয়। যেহেতু ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। তাই বাফুফেকে চিঠি দিয়েছি আমাদের খেলাগুলো যেন পিছিয়ে দেওয়া হয়।”

১৫ ম্যাচে ৮ জয় ও চার ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে রয়েছে মোহামেডান। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে ১৫ পয়েন্ট পিছিয়ে আছে তারা।

হার দিয়ে লিগের প্রথম পর্ব শেষ করা মোহামেডান দ্বিতীয় লেগ শুরু করেছিল দারুণভাবে। টানা তিন ম্যাচ জিতেছিল লেনের দল।

Share this post

scroll to top