ময়মনসিংহে কোচিং সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

করোনার জন্য বিধি নিষেধ অমান্য করে ময়মনসিংহ নগরীতে বিভিন্ন কোচিং সেন্টার চালু রাখার অভিযোগে অভিযুক্ত ৫টি কোচিং সেন্টারের পরিচালকের কাছ থেকে মুচলিকা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ময়মনসিংহ নগরীর বাউন্ডারী রোড, গুলকিবাড়ি এলাকায় কোচিং সেন্টারগুলো চালু রেখে পাঠদানের অভিযোগ পেয়ে সোমবার (২১জুন)জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাঈদুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বাউন্ডারি রোডের সানসাইন প্রাইভেট প্রোগ্রাম,পলাশ স্যারের প্রাইভেট প্রোগ্রাম, নজরুল সেনা স্কুল সংলগ্ন লেকচারার, সারোয়ার রহমান কোচিং সেন্টারের ৫জন পরিচালক এই মর্মে মুচলিকা দেন ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন এবং পরবর্তীতে এ ধরনের অপরাধ করলে তাদের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this post

scroll to top