রায়পুরে পুকুরে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

লক্ষীপুর জেলার রায়পুরে পুকুরে ডুবে জসিম উদ্দিন (২০) নামের এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে পৌরসভার জেলা পরিষদ ডাক বাংলোর পুকুরে এ মর্মান্তিক ঘটেছে। সংবাদ শুনেই উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরিসহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত জসিম উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চরপাতা গ্রামের সফিউল্যা মাষ্টার বাড়ির দিনমজুর জহিরুলের ছেলে ও সরকারি মাচ্চেন্টস একাডেমির বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।

নিহত জসিমসহ তার অভিভাবক শহরের পীর বাড়িতে বাসা ভাড়া থাকতেন । জসিম সোমবার (২১ জুন) দুপুরে সরকারি ডাকবাংলোর পুকুরে গোসল করতে গেলে পা পিছলে পানিতে পড়ে যায়। সে সময় ওঠার শক্তি হারিয়ে ফেলায় পানিতে ডুবে মৃত্যু হয় তার বলে ধারণা করা হচ্ছে। এক ঘন্টা পর তাকে পুকুর থেকে উদ্ধার করা হয়। তিন ভাই-বোনের মধ্যে সে ছোট।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, শিক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যু হওয়ার কারণে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share this post

scroll to top