দ্বিতীয় দফায় ময়মনসিংহে চীনের সিনোফার্মের তৈরি করোনা ভাইরাসের টিকা নিয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজের দুই থেকে আড়াই’শ শিক্ষার্থী।
শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ গ্যালারীতে এ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ডা. চিত্ত রঞ্জন দেবনাথ। এসময় উপস্থিত ছিলেন কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মির্জা মানজুরুল হকসহ কলেজ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা। এদিকে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, ময়মনসিংহের জন্য চীনের সিনোফার্মের ৭৫ হাজার ৬০০ ডোজ টিকার এসেছে।