চট্টগ্রামের পটিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত দশজন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়ার ভাইয়ের দীঘি এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
জানা যায়, সকালে সৌদিয়া পরিবহনের একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় সৌদিয়া বাসের চাপায় পড়ে মাইক্রোবাসটি ধুমড়ে-মুচড়ে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হন।
পটিয়া থানার এএসআই মো. সোহাগ জানান, সকাল সাড়ে ৮টার দিকে সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে দশজন।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদেরও উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে বলে স্থানীয়রা জানান।