ময়মনসিংহে ০৬ বস্তা নকল বিড়ি উদ্ধার

ময়মনসিংহে ছয় বস্তা নকল রাজা বিড়ি,একটি সিএনজি, নগদ চারশত টাকা ও ০১টি মোবাইল সেট সহ এক আসামীকে আটক করেছে র‌্যাব। গ্রেফতারকৃতের নাম খাদেমুল ইসলাম (২৫)। তিনি জেলার ফুলপুরের বাহাদুরপুর এলাকার বাসিন্দা।

আজ শুক্রবার ময়মনসিংহ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল মেজর আখের মুহম্মদ জয় এর নেতৃত্বে পাটগুদাম ব্রীজ বাস টার্মিনাল এর উত্তর বঙ্গ বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর থেকে ছয় বস্তা নকল রাজা বিড়ি,একটি সিএনজি, নগদ চারশত টাকা ও ০১টি মোবাইল সেট সহ এক আসামীকে আটক করে।

এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা রুজু করেছে।

Share this post

scroll to top