ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ১৩ দালালকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের জরুরি ও বহির্বিভাগসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দালালচক্রের ১৩ জন সদস্যকে আটক করভ হয়।
র্যাব-১৪ এর সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার আনোয়ার হোসেন জানান, আটককৃত সবাই হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দালাল। এরা অসহায় রোগীদের সরকারি ওষুধসহ উন্নত চিকিৎসা দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয় বলেও জানান তিনি।