মা ও শিশু সুরক্ষা চাই, স্বাস্থ্য কেন্দ্রে প্রসব করাই এমন শ্লোগানকে সঙ্গে নিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণ, নিরাপদ ও প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক কর্মশালা ১৬ জুন (বুধবার) ল²ীপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
পায়াকট বাংলাদেশ এবং আদ্রিতা ভিজ্যুয়ালের যৌথ সহযোগীতায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: নিজাম উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আনোয়ার হোসেন, মেডিকেল অফিসার ডা: নার্সিস পারভিন, সচেতন নাগরিক কমিটি জেলা শাখার সহসভাপতি আবুল মোবারক ভৃঁইয়া, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ফারুক, ল²ীপুর পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী, মো: রায়হান, পায়াকট বাংলাদেশ এর মনিটরিং অফিসার আবু আজম, জেলা মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো: আবদুল্লাহ, প্রমুখ।
সভায় বক্তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্য ও চিকিৎসা খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন সম্ভব হয়েছে। তার পরও এখনো দেশে প্রতিদিন প্রায় ১৪ জন মা গর্ভজনিত কারণে মারা যায়। যার বেশীর ভাগ সময়মতো যথাযথ সেবা ব্যবস্থা নিলে প্রতিরোধ করা সম্ভব। কিন্তু এখনো বাংলাদেশে শতকরা ৪৬% প্রসব বাড়িতে হয়। বর্তমানে দেশে গর্ভকালিন সেবা গ্রহনের হার ৩৬.৬%।
বাড়িতে প্রসব করানোর ফলে অনেক ক্ষেত্রে মা ও শিশুর মৃত্যুর ঝুঁকি থাকে। এই ঝুঁকি এড়ানোর জন্য গর্ভকালিন সেবা, নিরাপদ প্রাতিষ্ঠানিক প্রসব সেবা এবং প্রসব পরবর্তী সেবা বৃদ্ধি অপরিহার্য। এ ব্যাপারে সকলের সহযোগীতা প্রয়োজন। কর্মশালায় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, ইমামসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।