ময়মনসিংহের গৌরীপুরের একটি ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত ফেরারী আসামী হাসেম (৫৩)কে ২৯ বছর পর গ্রেফতার করেছে র্যাব-১৪। হাসেম তারাকান্দা থানার (পূর্বের ফুলপুর থানা) কুঠুরাগাঁও এলাকার মৃত সুরুজ আলীর ছেলে।
জানাযায়, হাসেম ১৯৯২ সালে গৌরীপুরে সংঘঠিত একটি ডাকাতি মামলার আসামি ছিলেন। গৌরীপুর থানার মামলা নং-১১, তারিখ-১০/১২/৯২, জিআর নং-৯৭(২)৯২, ধারা-৩৯৫। নিজ পরিচয় গোপন করে দেশের বিভিন্ন জায়গায় পালিয়ে ছিলেন। দীর্ঘদিন অতিবাহিত হলেও র্যাব আসামি হাসেমের খোঁজে ছিল। অবশেষে গত ১৩ জুন র্যাব-১৪ ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানাধীন কাঞ্চনপুর এলাকায় অভিযান পরিচালনাে করে তাকে গ্রেফতার করে।