যশোরের কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামের একটি পুকুর থেকে মোসলেম উদ্দিন মোল্লা (৫৫) নামে এক কাঠ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত বেলায়েত মোল্লার ছেলে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
মোসলেম উদ্দিনের স্বজনরা জানান, গাছ কেনার জন্য এক লাখ টাকা নিয়ে সোমবার ভোরে বাড়ি থেকে বের হন মোসলেম উদ্দিন। সকালে বাড়ির পাশেই একটি পুকুরে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন থানায় খবর দেয়।
কেশবপুর থানার ওসি বোরহান উদ্দিন বলেন, মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য ময়নাতদন্ত করতে মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।