নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোনপাড়া গ্রামের আইয়ুব আলীর ৮ বছরের কন্যা শিশুকে ধর্ষণ করেছে একই গ্রামের নিজাম উদ্দিনের পাষন্ড ছেলে কাল্টু মামুদ (৫০)। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে। ধর্ষিতা শিশুটিকে প্রথমে কিশোরগঞ্জ হাসপাতাল এবং পরে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
শিশুটির মা আফরোজা বেগম জানায়, আমি আমার মেয়েকে বাড়িতে রেখে সকাল বেলা আলু ক্ষেতে কাজ করতে যাই। বাড়িতে ফিরে এসে দেখি মেয়েটি কাঁদছে। পরে তিনি তার মেয়ের কাছ থেকে জানতে পারেন, একই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে কালটু মামুদ মেয়েটির হাতে ৫ টাকার একটি কয়েন দিয়ে ফুসলিয়ে তার শোয়ার ঘরেই ধর্ষণ করে পালিয়ে যায়।
কিশোরগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিপাশা রায় বলেন, শিশুটিকে দেখে প্রাথমিকভাবে ফিজিক্যাল এ্যাসল্ড পাওয়া গেছে।
কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) মফিজুল হক বলেন, শিশুটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে ।