রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে গ্রাম প্রধান নিহত

রাঙামাটির জুরাছড়িতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে কার্বারী (গ্রাম প্রধান) নিহত হয়েছেন।

রোববার (১৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে জুরাছড়ি উপজেলার লুলংছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম পাথর মনি (৫৪)। তিনি জুরাছড়ি উপজেলার লুলংছড়ি এলাকার গ্রাম প্রধান ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার রাতে পার্থ মণি তার বাড়ির উঠানে বসে পরিবারের সদস্যদের সঙ্গে গল্প করছিলেন। তখন একদল মুখোশ পরিহিত সন্ত্রাসী পার্থকে লক্ষ্য করে গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। তবে পাহাড়ের কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ কর্মকাণ্ডে যুক্ত তা কেউ নিশ্চিত করতে পারিনি। কার্বারী মণি পাহাড়ের কোনো আঞ্চলিক রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয় বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে এলাকাটি সন্তু গ্রুপের পিসি জেএসএস’র নিয়ন্ত্রিত এলাকা বলে নিশ্চিত করেছে এলাকাবাসী।

জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম বাংলানিউজকে বলেন, নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করা হয়েছে।

Share this post

scroll to top