সাকিব আল হাসানের শাস্তি কমানোর আবেদন করেছে মোহামেডান স্পোর্টিং লিমিটেড। স্টাম্পে লাথি ও আছাড় মারার ঘটনায় এবং আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণের কারণে মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানকে ৩ ম্যাচ নিষিদ্ধ ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
রোববার (১৩ জুন) সাকিবের শাস্তি কমানোর আবেদনের বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন মোহামেডানের পরিচালক মাসুদুজ্জামান। তবে সিসিডিএম সদস্য সচিব আলী হোসেন জানিয়েছেন, তারা এখনো চিঠি পাননি।
মাসুদুজ্জামান বলেন, ‘সাকিবের শাস্তি কমানোর বিষয়টা নিয়ে আমরা সিসিডিএমের কাছে আপিল করেছি। গতকাল রাতে আমরা মেইল করেছি। সিদ্ধান্ত পেতে দেরি হয়েছে। এরপর আমাদের ক্লাব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে। কাল রাতে মেইল করেছিলাম। আজ সিসিডিএমের কাছে সরাসরি চিঠি দিয়েছি।’
সিসিডিএম চিঠি না পাওয়ার বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘সিসিডিএম পায়নি কেন আমি জানি না। আমরা তাদেরকে মেইল পাঠিয়েছি তারা মেইল চেক করলেই দেখতে পাবে।’
সাকিবকে লেভেল থ্রি অফেন্স অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে। দুইবার অসাদাচরণের জন্য তাকে ৩ ম্যাচ নিষিদ্ধ ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
গতকাল গুলশানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শাস্তির বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে সিসিডিএম চেয়ারম্যান বলেন, ‘আমরা ম্যাচ অফিসিয়ালদের রিপোর্টের অপেক্ষায় ছিলাম, সেটা পেয়েছি। দুইটা অভিযোগ ছিল। একটি ৪.৬ ওভারে এলবিডব্লিউর আবেদন, যার প্রতিক্রিয়া সাকিব লাথি মেরে উইকেট ভেঙে দিয়েছেন। আরেকটা ছিল ৫.৫ ওভারের পর, যখন আম্পায়াররা মাঠে কভার ডাকেন এবং সাকিব উইকেট তুলে ছুঁড়ে ফেলে দেন। আমরা যে রিপোর্ট দেখেছি, তাতে দুই অপরাধের জন্য লেভেল-৩ সাকিবের বিরুদ্ধে গিয়েছে। সেক্ষেত্রে তার নিষেধাজ্ঞা ৩ ম্যাচ এবং জরিমানা ৫ লাখ টাকা।’