উত্তপ্ত হয়ে উঠছে জম্মু-কাশ্মীর

আবারও উত্তপ্ত এখন জম্মু-কাশ্মীরের সোপর শহর। অজ্ঞাত অস্ত্রধারীরা গতকাল শনিবার পুলিশের উপর হামলা চালায়। পরে পুলিশের সন্ত্রাসবিরোধী পাল্টা অভিযানে নিহত চার এবং আহত অনেকে। পরে লাশ নিয়ে পুলিশি হামলার তীব্র নিন্দা জানান বিক্ষোভকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আমরা এক সাথে রাস্তার পাশে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ করে পুলিশ এসে গুলি করা শুরু করে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। পরে আরেকজন দৌঁড়ে প্রাণে বাচার চেষ্টা করলে তাকেও লক্ষ্য করে গুলি করা হয়।’

জানা গেছে, এর আগে শনিবার বিকেলে নিরাপত্তা বাহিনীর টহল গাড়ি লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় অস্ত্রধারীরা। পরে অভিযান শুরু করে পুলিশ। অস্ত্রধারাীরা পালিয়ে গেলও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় পুলিশ। হামলাকারীদের ধরতে না পারলেও নিরীহ মানুষকে গুলিকে হত্যার সমালোচনা করেন তারা।
প্রসঙ্গত, কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার পর লকডাউনের মধ্যেই হঠাৎ করে নিরাপত্তা বাহিনী ও রাজনীতিবিদদের ওপর বেড়ে গেছে সন্ত্রাসী হামলা। এর আগে গেল সপ্তাহে কাশ্মীরের পুলওয়ামা জেলায় সন্ত্রাসী হামলায় এক বিজেপি নেতা নিহত হন।

Share this post

scroll to top