আইসক্রিমের বাক্সে মদ, যুবক আটক

মদঅভিনব পন্থায় অভিন্ন কৌশলে মদ বহনকালে আলী হোসেন (১৮) নামে সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক আইসক্রিম বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের নরসিংপুর আদর্শ দাখিল (হাফিজিয়া) মাদ্রাসা সংলগ্ন নরসিংপুর-নোয়ারাই সড়ক থেকে তাকে আটক করা হয়।

আলী হোসেন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মির্ধারপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

বাইসাইকেলে আইসক্রিম বিক্রির ভান করে অভিনব পন্থায় বক্সের ভেতরে আইসক্রিমের নিচে ছোটবড় ৫৮ বোতল বিদেশি মদ বহন করছিল ধৃত আলী হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন দোয়ারাবাজার থানার এসআই স্বরাজ মিয়া।

দোয়ারাবাজার থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ দেবদুলাল ধর আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। ‘যুব সমাজ নিরাপদ থাকুক’ এ স্লোগানকে সামনে রেখে দোয়ারাবাজার থানাকে মাদকমুক্ত রাখতে তিনি সবার সহযোগিতা চান।

Share this post

scroll to top