বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক মো: নজরুল ইসলাম। গতকাল তাকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসে বহাল করা হয়। তিনি ১৯৯৩ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। মো: নজরুল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে বিএসসি (কৃষি) সম্মান ডিগ্রি অর্জন করেন। পরে তিনি গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্সে স্নাতকোত্তর ও ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
তিনি বাংলাদেশ ব্যাংকের বরিশাল অফিস, প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ, ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের বিভিন্ন পদে দায়িত্ব¡ পালন করেন। তিনি দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন বাংলাদেশের মহাব্যবস্থাপকসহ (প্রশাসন) ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) পদে, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ ও সর্বশেষ ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে মহাব্যবস্থাপক পদে দায়িত্ব¡ পালন করেন।
দাফতরিক কাজে তিনি ফিলিপাইন, শ্রীলঙ্কা, ভারত, নেপাল, থাইল্যান্ড, দুবাই, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও ফ্রান্স ভ্রমণ করেন। তিনি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।