ধোবাউড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে

Dhubaouraপ্রধানমন্ত্রী কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ধোবাউড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে ধোবাউড়া ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন কার্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সাইকেল বিতরণ করা হয়। এসময় আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জহির উদ্দিন, ট্রাইব্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর চেয়ারম্যান এডওয়ার্ড নাফাক, সাধারণ সম্পাদক এক্সিভিশন বনোয়ারি প্রমূখ। আলোচনা অনুষ্ঠান শেষে ১৮ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।

Share this post

scroll to top