ময়মনসিংহে গ্রীষ্মকালীন টমেটো ও লাভজনক মূল্যের সবজি উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে মুক্তাগাছা উপজেলার কুমারগাতা ইউনিয়নে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সোহেলা আক্তার। এছাড়াও কৃষি গবেষণা ইনষ্টিটিউটের বিজ্ঞানী এবং উপজেলার কৃষি বিভাগ ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষকরা বলেন, গ্রীষ্মকালীন টমেটো চাষের আধুনিক প্রযুক্তি সারা দেশে ছড়িয়ে দিতে এ কর্মশালা আয়োজন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন গ্রীষ্মকালীন এই টমেটো একটি লাভজনক ফসল হিসেবে কৃষকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেবে। এই প্রশিক্ষনে ৫০ জন কৃষক অংশ গ্রহন করেন।