ময়মনসিংহে গ্রীষ্মকালীন টমেটো বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মুক্তাগাছাময়মনসিংহে গ্রীষ্মকালীন টমেটো ও লাভজনক মূল্যের সবজি উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে মুক্তাগাছা উপজেলার কুমারগাতা ইউনিয়নে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সোহেলা আক্তার। এছাড়াও কৃষি গবেষণা ইনষ্টিটিউটের বিজ্ঞানী এবং উপজেলার কৃষি বিভাগ ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষকরা বলেন, গ্রীষ্মকালীন টমেটো চাষের আধুনিক প্রযুক্তি সারা দেশে ছড়িয়ে দিতে এ কর্মশালা আয়োজন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন গ্রীষ্মকালীন এই টমেটো একটি লাভজনক ফসল হিসেবে কৃষকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেবে। এই প্রশিক্ষনে ৫০ জন কৃষক অংশ গ্রহন করেন।

Share this post

scroll to top