ভেনিজুয়েলার স্বঘোষিত ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ হুয়ান গুয়াইডোকে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে জাতিসঙ্ঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন স্বীকৃত সরকারের সাথেই তারা কাজ করবেন।
জাতিসঙ্ঘ মহাসচিবের পক্ষ থেকে সংস্থার মুখপাত্র স্টিফেন ডুজারিক বৃহস্পতিবার একথা জানান। তিনি বলেন, মানবিক দিকে বিবেচনা করে ভেনিজুয়েলায় জাতিসঙ্ঘ তার কার্যক্রম বাড়াতে প্রস্তুত কিন্তু এজন্য দেশটির সরকারের সহযোগিতা ও সম্মতি প্রয়োজন রয়েছে। খবর প্রেস টিভির।
গত সপ্তাহে গুয়াইডো জাতিসঙ্ঘ মহাসচিবের কাছে একটি চিঠি পাঠান যাতে তিনি তার দেশে জাতিসঙ্ঘের মানবিক কার্যক্রম পরিচালনার আবেদন জানান। নিজেকে ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণার পর তিনি এই চিঠি পাঠান।
গুয়াইডো নিজেকে প্রেসিডেন্ট ঘোষণার পরপরই মার্কিন সরকার তাকে স্বীকৃতি দেয়। তবে রাশিয়া, চীন, ইরান ও তুরস্ক মাদুরো সরকারের প্রতি সমর্থন জানিয়েছে।
গুয়াইডোকে স্বীকৃতি দিচ্ছে না ইতালি
হুয়ান গুয়াইডোকে স্বীকৃতি দিচ্ছে না ইউরোপের দেশ ইতালিও। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ম্যানলিও ডি স্টেফানো বৃহস্পতিবার এক মন্তব্যে বলেছেন, লিবিয়ায় যে ‘ভুল’ হয়েছে তা তারা ভেনেজুয়েলার ক্ষেত্রে করতে চান না।
তিনি বলেন, গুয়াইডোকে আমরা অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ‘স্বীকৃতি দেবে না’।
বৃহস্পতিবার জাতিসঙ্ঘে ভেনেজুয়েলা বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার ইদ্রিস জাজাইরি বলেন, ল্যাটিন আমেরিকার এ দেশটিকে দুর্বল করতে ও মাদুরোর শাসনের অবসান ঘটাতে আমেরিকা দেশটির প্রতি নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে। ইদ্রিস জাজাইরি জাতিসঙ্ঘের হিউম্যান রাইটস কাউন্সিলে প্রতিবেদন দিয়ে থাকেন।
ভেনেজুয়েলার তেল কোম্পানিতে কাজ করা শ্রমিকরা তাদের দেশের তেল কোম্পানিতে ‘হাত না দিতে’ আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন।
ভেনেজুয়েলা আমেরিকার জন্য আরেক ভিয়েতনাম হবে : মাদুরো
নিজের ফেসবুক পেজে বুধবার আপ করা এক ভিডিও বার্তায় মাদুরো আমেরিকান জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা ভেনেজুয়েলার জনগণের সাথে থাকেন। সেই সাথে তিনি এ আহ্বানও জানিয়েছেন যেন তারা আরেকটা ‘ভিয়েতনাম পরিণতি’র হাত থেকে দেশকে রক্ষা করতে তাদের সরকারকে বোঝান।