স্বেচ্ছাসেবক দল জামালপুর জেলার দুইটি ইউনিটে নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটি দফতর সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সঙ্গে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক টিম ও জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সঙ্গে যৌথ সভায় সর্বসম্মতিক্রমে জামালপুর জেলার ২টি ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সফিকুল ইসলাম খান সজিব এবং সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্নেল এসব কমিটি অনুমোদন দেন।
জামালপুর জেলার অনুমোদিত ইউনিট কমিটিগুলো:-
১.বকশীগঞ্জ উপজেলা: আহ্বায়ক- মো. আশিকুর রহমান তুলন, সদস্য সচিব- মো. শহিদুল হক দুলাল। যুগ্ম আহ্বায়ক-১. মো. নুর ইসলাম, ২. মো. আব্দুল্লাহ আল মামুন, ৩. মো. সাইফুল ইসলাম মেজর, ৪. মো. রমজান আকন্দ, ৫. মো. আলামিন, ৬. মো. শাহাদৎ হোসেন, ৭. মো. সিয়াম, ৮. মো. মেহেরুর হাসান খোরশেদ, ৯. মো. ইসমত দোল্লাহ হিটলারসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
২.বকশীগঞ্জ পৌর: আহ্বায়ক- শেখ রহমত আলী, সদস্য সচিব- মো. মিজানুর রহমান মিজান। যুগ্ম আহ্বায়ক-১. মো. বেলাল হোসাইন, ২. মো. আল মামুন, ৩. মো. সোহেল রানা, ৪. মো. মোর্শেদ আকন্দ, ৫. মো. ফেরদৌস, ৬. মো. মাহবুবুর রহমান, ৭. মো. সুমন বকশীসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি।
ঘোষিত কমিটিগুলোকে আগামী তিন মাসের মধ্যে অধীনস্ত ইউনিটগুলোতে কর্মীসভা করে কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।