ভারতে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন : নিহত ১৮

ভারতের মহারাষ্ট্রে একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো অনেকে।

সোমবার মহারাষ্ট্রের পুনেতে স্যানিটাইজার উৎপাদনকারী ওই কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।

কর্মকর্তারা বলছেন, স্থানীয় দমকল বাহিনীর একটি বড় দল আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, পুনের এসভিএস অ্যাকুয়া টেকনোলজিসের একটি প্ল্যান্টে সোমবার দুপুরের দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে অন্তত ছয়টি আগুন নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করা হয়েছে।

স্থানীয় দমকল বাহিনী এনডিটিভিকে জানিয়েছে, আগুন লাগার সময় কারখানাটির ভেতর অন্তত ৩৭ জন কর্মী ছিলেন। এখন পর্যন্ত ২০ জনকে বের করা হয়েছে।

কর্মকর্তারা সংবাদ সংস্থাকে জানিয়েছে, কর্মীদের ১৭ জন নিখোঁজ রয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিখোঁজ কর্মীদের খোঁজা হচ্ছে।

সূত্র : এনডিটিভি

Share this post

scroll to top