পাকিস্তানের ট্রেন দুর্ঘটনায় নিহত ৩০

পাকিস্তানের সিন্ধু প্রদেশে দু’টি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৩০ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক যাত্রী। আজ সোমবার সকালে লাইনচ্যুৎ একটি ট্রেনের সঙ্গে আরেকটি দ্রুতগামী ট্রেনের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মিল্লাত এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুৎ হয়। এতে দ্রুতগামী স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়। দুর্ঘটনার পর গ্রামের মানুষ, উদ্ধারকর্মী এবং পুলিশ সদস্যরা আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

কেন ট্রেনটি লাইনচ্যুৎ হয়েছে এবং সংঘর্ষের ঘটনা ঘটলো তা এ পর্যন্ত পরিষ্কার নয়। উল্লেখ্য, পাকিস্তানে ট্রেন দুর্ঘটনা সাধারণ বিষয়। দেশটির সরকার ট্রেনের সিগন্যাল সিস্টেম এবং রেললাইনের উন্নয়নে তেমন একটা নজর দেয় না।  ফলে দুর্ঘটনা বেড়েই চলছে।

Share this post

scroll to top