ময়মনসিংহ সদরের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকা থেকে নবম শ্রেণীর ছাত্রী ধর্ষণ মামলার একমাত্র আসামী-কে গ্রেফতার করেছে র্যাব-১৪।
জানাযায়, গত বছরের ০৯ অক্টোবর মহাকালী গার্লস স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর এক ছাত্রীর সাথে ত্রিশালের বৈলর ভরাডোবা এলাকার মঞ্জুরুল হকের ছেলে আসামি মো: নাঈম হাসান এর সাথে পরিচয় হয়। পরবর্তীতে নাঈম হাসান কিশোরী (ভিকটিম)কে বিয়ের প্রলোভন দেখিয়ে এবং মিথ্যার আশ্রয় নিয়ে প্রতারণার মাধ্যমে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। বারংবার ধর্ষণের ফলে ভিকটিম শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পড়ে এবং ধর্ষণকারী মো: নাঈম হাসান এর পাশবিক নির্যাতন সহ্য করতেনা পেরে ভিকটিম গত ০৪ জুন র্যাব-১৪ বরাবর একটি অভিযোগ দায়ের করে।
উক্ত অভিযোগ পাওয়ার পর পরই র্যাবের গোয়েন্দা সদস্যরা উক্ত ঘটনাটি অধিকরত গুরুত্ব সহকারে বিবেচনা করে ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং আসামী গ্রেফতারে তৎপর হয়। পরবর্তীতে আসামীর অবস্থান নির্ণয়পূর্বক গত শনিবার ০৫ জুনবিকেলে ময়মনসিংহ সদরের গাঙ্গিনারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণক মো: নাঈম হাসান কে গ্রেফতার করতে সক্ষম হয়।