বাসার বদলে তাঁবু
ভেঙে পড়া বাসার ধ্বংসস্তূপের ওপরে তাঁবু গেড়ে বসে আছে জাওয়ারা পরিবারের সদস্যরা। রাতের আঁধারে মোমবাতির আলোই তাদের সম্বল।
ইসরাইল ফিলিস্তিনে যুদ্ধাপরাধ করছে
অন্ধকারে আলো
গাজা উপত্যকার উত্তরাঞ্চলের একটি ঘর। আশপাশে কোথাও আলো নেই। শুধু একটি বাসার আলো দেখা যাচ্ছে। সেই বাসার একটি ছেলেকেও দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।
পতাকা
ইসরাইলের বিমান হামলায় ভেঙে পড়েছে গাজা উপত্যকার বহু বাড়িঘর। এমনই এক ভবনের উপরে উড়ছে ফিলিস্তিনের পতাকা।
পড়ে আছে শুধু বিছানা
একটি ধ্বংস হওয়া বাসার ধ্বংসস্তূপ থেকে একটি জামা ও তোষক উদ্ধার করতে পেরেছে এক বালক।
রান্নাবান্না
বাসার বেশিরভাগ ঘর ধ্বংস। অক্ষত আছে রান্নাঘরের একাংশ। সেখানে চুলা জ্বালিয়ে রান্না করছেন এক ফিলিস্তিনি নারী।
ধ্বংসস্তূপে শৈশব
শহরের বেশ বড় একটা অংশ ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত। এর মাঝেই শৈশবের নানা মুহূর্ত খুঁজে নিচ্ছে শিশু-কিশোররা। ছবিতে দেখা যাচ্ছে ধ্বংসস্তূপের পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাওয়া এক বালককে।
চলছে আড্ডা
যেখানে কয়েক দিন আগেই চলেছিল বিমান হামলা, সেইখানেই এখন স্থানীয় যুবকেরা জমাচ্ছেন আড্ডার আসর। ভাঙা বাসার গায়েই তামাক-হুঁকো সহযোগে আড্ডা চলছে।
সংসার
ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতির পর থেকে ধ্বংসস্তূপের মধ্যে আবার সংসার সাজাতে শুরু করেছেন গাজা উপত্যকার স্থানীয়রা।
বাস্তবের মুখোমুখি
রাতের অন্ধকারে হাতে ধরা মোমবাতির আলোতেও চলছে ধ্বংসস্তূপের মধ্যে প্রয়োজনীয় জিনিসের খোঁজ।
সূত্র : ডয়চে ভেলে