পলাশী থেকে ঢাবি ছাত্রীর লাশ উদ্ধার

রাজধানীর পলশী থেকে ইসরাত জাহান তুষ্টি নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (৬ জুন) সকাল ৭টার দিকে পলাশীর আবাসিক ভবন থেকে তার লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ইসরাত জাহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায়।

পলাশী ফায়ার সার্ভিস থেকে স্টেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, ‘ইসরাত জাহান ওই ভবনে সাবলেট থাকতেন। সকালে ওই বাসা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করা হয়। সেখান থেকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এরপর বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন‌্য ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে তাৎক্ষণিক তা জানা যায়নি।’

Share this post

scroll to top