আম কুড়াতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে দুই নারীর মৃত্যু

গাজীপুরের সালনায় ঢাকা-রাজশাহী রেলরুটে আম কুড়াতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলেন, জামালপুরের বাসিন্দা মোতালেবের স্ত্রী মোরশেদা এবং একই জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বেলতলি গ্রামের হেলালের স্ত্রী সাজেদা আক্তার। নিহতরা সম্পর্কে ফুফু-ভাতিজি।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ঝড়বৃষ্টির সময় সালনা টেকিবাড়ি এলাকায় আম কুড়াতে যান মোরশেদা ও সাজেদা আক্তার। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই দুই নারী নিহত হন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পাঁচ দিন আগেই মুর্শেদার সঙ্গে অটোরিকশা চালক মোতালেবের বিয়ে হয়েছিল বলে জানা গেছে।

Share this post

scroll to top