উহানের ভাইরাস গবেষণাগারের তিন কর্মীসহ নয় ব্যক্তির মেডিক্যাল রেকর্ড প্রকাশ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি। এই নয়জনের তথ্য থেকেই করোনাভাইরাস ল্যাব থেকে প্রথম ছড়িয়েছে কিনা সেই বিষয়ে গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া যাবে বলে মনে করেন তিনি। বৃহস্পতিবার ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে ফাউচি এই মন্তব্য করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
চীনের উহানেই ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম কোভিড-১৯ শনাক্ত হয়েছিল। তার মাসখানেক আগে শহরটিতে অবস্থিত ভাইরোলজি ল্যাবের তিন গবেষক গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন বলে সম্প্রতি জানা গেছে। এই খবর এখন খতিয়ে দেখা শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।
যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি বলেন, ‘আমি ২০১৯ সালে অসুস্থ হয়ে পড়েছিলেন বলে খবর বের হওয়া ৩ জনের মেডিক্যাল রেকর্ড দেখতে চাই। তারা কি সত্যিই অসুস্থ হয়ে পড়েছিলেন, যদি তাই হয়, তাহলে কিসে অসুস্থ হয়েছিলেন?’ এছাড়া ফাউচি ২০১২ সালে চীনের একটি বাদুড়ের গুহায় প্রবেশ করার পর অসুস্থ হয়ে পড়া ৬ খনি শ্রমিকের অসুস্থতা সংক্রান্ত তথ্যও প্রকাশের আহ্বান জানিয়েছেন। শ্রমিকদের মধ্যে ৩ জন পরে মারা যান। ওই গুহায় নমুনা সংগ্রহের জন্য উহানের ল্যাব কর্মীদের যাতায়াত ছিলো।
চীনা বিজ্ঞানী ও কর্মকর্তারা দাবি করে আসছেন উহানের ল্যাব থেকে ভাইরাস ছড়ানোর তত্ব সঠিক নয়। তাদের দাবি ভাইরাসটির উৎপত্তি হয়তো অন্য কোথাও আর হিমায়িত খাদ্য আমদানি বা বণ্যপ্রাণীর বাণিজ্যের মাধ্যমে এটি চীনে প্রবেশ করে থাকতে পারে।