‘দেশ চালাতেই হিমশিম খাচ্ছে মার্কিন প্রশাসন’

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশেষজ্ঞ পরিষদের প্রধান আয়াতুল্লাহ আহমাদ জান্নাতি বলেছেন, মার্কিন শাসকরা এখন নিজের দেশ চালাতেই হিমশিম খাচ্ছেন। সেদেশে এখনও লাখ লাখ মানুষ না খেয়ে থাকে। দেশটির শক্তি ক্রমেই হ্রাস পাচ্ছে ।

ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি (রহ.)’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ইমামের মাজারে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আয়াতুল্লাহ জান্নাতি বলেন, বাস্তবতা হচ্ছে আমেরিকার মিত্ররাও এখন আর মার্কিন নেতাদের কথা শোনে না। তাদের মন থেকে মার্কিন ভীতি চলে গেছে। তিনি বলেন, গত ৪০ বছরে শত্রুরা ইসলামি বিপ্লবের ক্ষতি করতে নানা ষড়যন্ত্র করেছে। কিন্তু তারা সফল হতে পারেনি।

১৯৭৯ সালের এই দিনে অর্থাৎ ফার্সি ১২ বাহমান মোতাবেক ১লা ফেব্রুয়ারি ইরানের ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি (রহ.) ১৫ বছরের নির্বাসিত জীবন শেষে তেহরানে ফিরে আসেন। তার দেশে ফেরার ১০ দিনের মাথায় অর্থাৎ ১১ ফেব্রুয়ারি ইসলামি বিপ্লবের চূড়ান্ত বিজয় ঘটে।

প্রতি বছর এই ১২ বাহমান থেকে ২২শে বাহমান এই ১০ দিন ইরানজুড়ে নানা কর্মসূচি পালন করা হয়। এবারও এর ব্যতিক্রম হয়নি। ইসলামি বিপ্লবের ৪০ বছর পূর্তি উপলক্ষে এবারের কর্মসূচিতে যুক্ত হয়েছে আরও নানা মাত্রা।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top