ফ্রান্সের প্রধান অস্ত্র ক্রেতা সৌদি আরব

সৌদি আরব গত বছর ফ্রান্সকে ৭০ কোটি ৪০ লাখ ইউরোর অস্ত্র কিনেছে। করোনাভাইরাসের মহামারী এবং আরো অন্য কিছু কারণে ফ্রান্সের অস্ত্র বিক্রির পরিমাণ শতকরা ৪১ ভাগ কমে যাওয়ার পরও প্রধান অস্ত্র ক্রেতা হিসেবে রয়ে গেছে। ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় জাতীয় সংসদে উপস্থাপিত অস্ত্র বিক্রি সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফ্রান্স গত বছর অস্ত্র বিক্রি খাত থেকে ৪৯০ কোটি ইউরো সমপরিমাণ অর্থ আয় করেছে। তার আগের বছর দেশটি এ খাত থেকে অর্থ আয় করেছিল ৮৩০ কোটি ইউরো।

গত বছর ফ্রান্স থেকে আমেরিকা দ্বিতীয় প্রধান ক্রেতা হিসেবে ৪৩ কোটি ৪০ লাখ ইউরো এবং মরক্কো ৪২ কোটি ৬০ লাখ ইউরো মূল্যের অস্ত্র কিনেছে।

সৌদি-তুর্কি সহযোগিতায় নতুন বলয়?

সৌদিতে কাফালা পদ্ধতির পরিবর্তনের লাভক্ষতি

ফ্রান্স থেকে সৌদি আরব যেসব অস্ত্র কিনছে তা মানবাধিকার সংস্থাগুলোর কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব অস্ত্র প্রধানত দারিদ্রপীড়িত ইয়েমেনের জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। গত ছয় বছরে সৌদি আগ্রাসন ইয়েমেনে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

সূত্র : পার্স টুডে

Share this post

scroll to top