বগুড়ার শেরপুরের বড়ইতলী এলাকায় বাঙালি নদী থেকে বৃহস্পতিবার সকালে অজ্ঞাত নামা এক (৭৫) মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শেরপুর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আজাহার আলী জানান, উপজেলার খানপুর ইউনিয়নের বড়ইতলী গ্রামের বাঙালি নদীর তীরে অজ্ঞাত ওই মহিলার লাশটি উলঙ্গ অবস্থায় ভাসছিল। (৩ জুন) বৃহস্পতিবার বেলা ১১ টায় শেরপুর থানা পুলিশ খবর পেয়ে অজ্ঞাত ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার গায়ের রঙ উজ্জল শ্যামলা। মাথার চুল অন্তত ১৬ ইঞ্চি লম্বা ও চুল গুলো সব পাকা। লাশটি উদ্ধারের পর স্থানীয় মানুষজন এই মহিলার পরিচয় নিশ্চিত করতে পারেনি।
এ প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নাই। এই মহিলার পরিচয় নিশ্চিত হতে পুলিশে অনুসন্ধান শুরু করা হয়েছে।
এছাড়াও কিভাবে উনি মারা গেছেন সেটি জানার জন্য লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।