ময়মনসিংহে করোনায় প্রাণিসম্পদ কর্মকর্তার মৃত্যু

Corona Sumonকরোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহের মুক্তাগাছার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদী হাসান সুমন (৪২) মারা গেছেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩০তম ব্যাচের ক্যাডার ছিলেন। এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৯৯৯-২০০০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

বুধবার রাত সোয়া ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  তার বাড়ি জামালপুর সদরের নরুন্দীর বনপাড়া গ্রামে। এদিকে তার স্ত্রীও করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে তার পরিবারের সদস্যরা জানায়,জ্বর-সর্দি ও কাশিতে ভোগার পর ২৩ মে তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রথমে তাকে ময়মনসিংহ এসকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি দেখা দিলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে স্থানান্তর করা হয়। বুধবার তার অবস্থার আরো অবনতি হলে আইসিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

ডা. মেহেদী হাসান সুমনের স্ত্রী, বাবা, মা, এক কন্যা ও ১৬ মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে।

Share this post

scroll to top