ঢাকা ডায়নামাইটসের বোলিং তাণ্ডবে অল্পতেই গুটিয়ে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সব উইকেট হারিয়ে ১২৭ রানে শেষ হয় তাদের ইনিংস। তবে ব্যাট করতে নেমে স্বস্তিতে নেই ঢাকাও। শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে বসেছে তারা। তাদের সংগ্রহ ৩ উইকেটে ১৭ রান। ক্রিজে আছেন সাকিব আল হাসান ও সুনীল নারাইন।
এর আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুরে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় ঢাকার অধিনায়ক সাকিব।
ওপেনার তামিম ইকবালের ব্যাটিং দৃঢ়তায় শুরুটা ভালোই ছিল কুমিল্লার। তবে অন্যপ্রান্ত দিয়ে উইকেট পতন হতে থাকে। অষ্টম ওভারে উইকেট পতনের তালিকায় নাম তুলেন তামিমও। ব্যক্তিগত ৩৮ রানে থেমে যান তিনি। তার ২০ বলের ইনিংসে চারটি চার ও দুটি ছক্কা ছিল।
তামিমের পর পাকিস্তানের শহিদ আফ্রিদি ১৮, মেহেদি হাসান ২০, শহিদ আফ্রিদি ১৮ ও ওয়াহাব রিয়াজ ১৬ রান করে আউট হন।
ঢাকার পেসার রুবেল হোসেন দুর্দান্ত বোলিং করেন। ৩০ রানে চার উইকেট শিকার করে নেন। এছাড়া দুটি করে উইকেট নেন সুনীল নারাইন ও সাকিব।
বিপিএলের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে কুমিল্লা। দশ ম্যাচে সাত জয়ে তাদের পয়েন্ট ১৪। আর টানা চার ম্যাচে হেরে ঢাকার অবস্থান নাজুক। আছে পঞ্চম স্থানে।