স্বামীকে খুনের আগে দুই সন্তানকে ময়মনসিংহে পাঠিয়েছিলেন ফাতেমা

Killমহাখালী আর বনানী থেকে যে ব্যক্তির লাশের খণ্ড খণ্ড অংশ উদ্ধার করা হয়েছিল, তার প্রথম স্ত্রীই তাকে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। ডিবি পুলিশ বলছে, ময়না মিয়া নামের ৪০ বছর বয়সী ওই ব্যক্তি দ্বিতীয় স্ত্রীর দিকে বেশি মনোযোগ দেওয়ায় ক্ষোভ থেকে তাকে হত্যা করার কথা স্বীকার করেছেন তার প্রথম স্ত্রী ফাতেমা বেগম শিল্পী।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশিদ জানান, জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে হাত ও মুখ বেঁধে ছুরি দিয়ে গলা কেটে হত্যার পর স্ত্রীই তাকে দা দিয়ে কুপিয়ে ছয় টুকরা করে।

তিনি জানান, ঢাকার বানানীর টিঅ্যান্ডটি কলোনির একটি টিনশেড ঘরে প্রথম স্ত্রী ফাতেমাকে নিয়ে থাকতেন ময়না মিয়া। আর দ্বিতীয় স্ত্রী থাকেন গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। ফাতেমার ঘরে ১০ ও ৬ বছর বয়সী দুটি সন্তান রয়েছে ময়নার। স্বামীকে খুন করার আগে ফাতেমা তার দুই সন্তানকে ময়মনসিংহে তার বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন।

ফাতেমাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে পুলিশ কর্মকর্তা হারুন বলেন, স্বামীকে হত্যার পরিকল্পনা করার পর ফাতেমা কড়াইল এলাকা থেকে দুই পাতা ঘুমের ট্যাবলেট কিনে আনেন। শুক্রবার রাতে জুসের সাথে স্বামীকে তা খাইয়ে দেন। তাতে পরদিন সন্ধ্যা পর্যন্ত ময়না মিয়া ঘুমে অচেতন থাকেন। সন্ধ্যার দিকে কিছুটা জ্ঞান ফিরে পেয়ে তিনি স্ত্রীকে গালমন্দ করতে শুরু করেন এবং আক্রমণ করতে গিয়ে বিছানায় লুটিয়ে পড়েন। এ সময় তিনি পানি পানি বলে আর্তনাদ করলে ফাতেমা আবারও ঘুমের ট্যাবলেট মেশানো জুস তার মুখে ঢেলে দেন।

নিহত ময়না মিয়া পেশায় ছিলেন অটোরিকশা চালক।নিহত ময়না মিয়া পেশায় ছিলেন অটোরিকশা চালক। রোববার রাত ৯টার দিকে বনানী থানা এলাকার মহাখালী কাঁচা বাজারের কাছে সড়কে একটি প্লাস্টিকে ড্রাম থেকে এক ব্যক্তির হাত-পা-মাথাহীন দেহখণ্ড উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা সে সময় জানিয়েছিলেন, বৃষ্টির মধ্যে ড্রামটি সেখানে ফেলে গিয়েছিল কেউ। এরপর সোমবার ভোররাতে মহাখালী বাস টার্মিনালে একটি ব্যাগ থেকে উদ্ধার করা হয় চারটি খণ্ডিত হাত-পা। উদ্ধার করা ওই হাত থেকে আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের ডেটাবেইজের সঙ্গে মিলিয়ে পুলিশ জানতে পারে, নিহতের নাম ময়না মিয়া, বাড়ি কিশোরগঞ্জে।

এরপর সোমবার দুপুরে বানানীর একটি অফিস থেকে ময়না মিয়ার স্ত্রী ফাতেমা বেগম শিল্পীকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যেই সোমবার বিকালে বনানী লেক থেকে ময়না মিয়ার মাথা উদ্ধার করা হয়।

Share this post

scroll to top