কঙ্গোর দুই গ্রামে সন্ত্রাসী হামলায় নিহত ৫০

ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। সামরিক কর্মকর্তা ও দেশটির আইনশৃঙ্খলা পর্যবেক্ষকদের বরাত দিয়ে গতকাল সোমবার এ খবর প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে জার্মানির সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

একজন স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) এ হামলা চালিয়েছে। অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেসের সাথে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেভান্ত (আইএসআইএল) এর সাথে সম্পর্ক রয়েছে।
কঙ্গোর সামরিক বাহিনীর মুখপাত্র জুলস এনগোনো ডিপিএ সংবাদ সংস্থাকে জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ ইতুরির দুই গ্রাম বোগা ও তিচাবিতে এ হামলার ঘটনা ঘটে । বোগায় প্রাণ হারিয়েছেন ২৮ জন এবং তিচাবিতে প্রাণ হারিয়েছেন ২২ জন।

Share this post

scroll to top