ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত আলতাফ গোলন্দাজ সেতু সংলগ্ন সড়কে বৃষ্টির পানি নেমে মারাত্মক গর্ত সৃষ্টি হয়েছে। ক্রমেই গর্তটি বড় হয়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে। এই সড়ক দিয়ে দিনরাত অসংখ্য যানবাহন চলাচল করে। দ্রুত মেরামত করা না হলে রাতের অন্ধকারে বড় দুর্ঘটনার কারণ হতে পারে।
আজ সোমবার সরেজমিন দেখা যায়, বৃষ্টির পানি নামতে নামতে রাস্তার পাশে বড় আকারের একটি খাদের সৃষ্টি হয়েছে। অথচ এই সড়ক দিয়েই প্রতিদিন দেওয়ানগঞ্জ, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, হোসেনপুর উপজেলায় গাড়ি যাতায়াত করে। চিন্তার বিষয় হলো খাতটি প্রতিদিনই আকারে বড় হচ্ছে। এতে রাস্তা দিয়ে যাতায়াতকারীরা ঝুঁকির মুখে পড়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী জাকির হোসেনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, অস্থায়ী ভাবে ড্রামসিট দিয়ে গর্তটি ভরাট করা হবে। তবে স্থায়ীভাবে মেরামতের উদ্যোগ নেওয়া হবে।