টাঙ্গাইলে নবজাতকের লাশ উদ্ধার

lash লাশ Dead Deathটাঙ্গাইল পৌর এলাকার সিএনবি রোড থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে টাঙ্গাইল সদর থানা-পুলিশ।

সোমবার দুপুর ১২টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। কন্যা শিশুর লাশটি নাভি কাটা এবং পলিথিনে মোড়ানো ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পৌর এলাকার সিএনবি রোড দিয়ে যাওয়ার সময় হঠাৎ পলিথিনে মোড়ানো একটি নবজাতকের লাশ পথচারীরা দেখতে পান। এর মধ্যে একজন ৯৯৯ কল দেন। সকাল ৯টার দিকে ওই জায়গায় কোনো নবজাতকের লাশ দেখেননি ওই সকল পথচারীরা। কেউ রিকশা বা অটোতে যাওয়ার সময় নবজাতকের লাশটি ফেলে রেখে গেছে বলে পথচারীদের ধারণা।

টাঙ্গাইল সদর মডেল থানার এসআই আব্দুল ওহাব জানান, সাড়ে ১১টার দিকে ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে সিএনবি রোডে পৌঁছাই। পরে পলিথিনে মোড়ানো নবজাতক কন্যার লাশটি উদ্ধার করি। নবজাতকের লাশটি সুরতহাল করে দাফনের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।

Share this post

scroll to top