কিশোরগঞ্জের নিকলীতে পিস্তল, দেশীয় পাইপগান ও গুলিসহ নাজির হোসেন সোহেল ওরফে মুরগি সোহেল র্যাবের হাতে আটক হয়েছেন। রববার দিবাগত রাত দুই’টার দিকে উপজেলার খালিশার হাটি এলাকা থেকে তাকে আটক করে র্যাব- ১৪।
তিনি নিকলী উপজেলা সদরের খালিশা হাটি গ্রামের মো. নরুল ইসলামের ছেলে।
কিশোরগঞ্জ র্যাব-১৪ এর উপ-পরিচালক কোম্পানি কমান্ডার লে. এম শোভন খান সোমবার দুপুরে র্যাব-১৪ ক্যাম্পে এক প্রেস বিফ্রিংয়ে বলেন, উপজেলার সোয়াইজানি নদীর জলমহাল দখলকে কেন্দ্র করে নাজিউর রহমান সোহেল ওরফে মুরগি সোহেল গত ১১ মে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আগ্নেয়া¯্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়।
ঘটনার সময় মুরগি সোহেল তার আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়লে চার শিশুসহ মোট ১০ জন আহত হয়।
এ ঘটনায় ১২ মে থানায় মামলা দায়ের হয়।
পরে মুরগি সোহেল বাড়িতে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে রোববার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ সময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করে। পরে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যমতে তার বাড়ির পেছনে মাটিতে পুতে রাখা দুটি পাইপগান ও পাঁচ রাউন্ড কার্তুজ, চারটি রামদা এবং একটি চাপাতি উদ্ধার করে।
তার বিরুদ্ধে নিকলী থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।