ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডের প্রকৃত মালিকদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের উপর আঘাত হানতেই থাকবে।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের এক বৈঠকে এ বক্তব্য দেন তিনি। খবর পার্সটুডের।
সম্প্রতি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরায়েলের ব্যর্থ আগ্রাসনের পর ইরানের প্রতিরক্ষামন্ত্রী এ বক্তব্য দেন।
তিনি বলেন, এবারের গাজা যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন হচ্ছে ফিলিস্তিনের সব দল ও মতের লোকজনের মধ্যে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠা।
এসময় তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর একটি বক্তব্য তুলে ধরেন। সর্বোচ্চ নেতা এর আগে এক বক্তৃতায় বলেছিলেন, আগামী ২৫ বছর পর ইসরায়েলের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।
অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত ইসরায়েলের বিরুদ্ধে গাজার প্রতিরোধ আন্দোলনগুলোর বিজয়ের কথা উল্লেখ করে ইরানি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ফিলিস্তিনি জনগণ অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে থেকে লড়াই করে বিজয়ী হয়েছে।