আশুলিয়ায় গোডাউনে ভয়াবহ আগুন

সাভারের আশুলিয়ায় পণ্যের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার রাত ১২টার দিকে আশুলিয়ার চিত্রশাইল এলাকার সিটি গ্রুপ ও স্কয়ার কোম্পানির ডিস্ট্রিবিউটর গৌতমের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, রাত ১২টার দিকে আশুলিয়ার চিত্রশাইল এলাকার সিটি গ্রুপ ও স্কয়ার কোম্পানির ডিস্ট্রিবিউটর গৌতমের আধাপাকা গোডাউনে আগুন লাগে।

খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

তবে গোডাউনে থাকা অনেক পণ্য পুড়ে গেছে। যার আনুমানিক মূল্য ১২-১৫ লাখের মতো হবে।

Share this post

scroll to top